জেলা তথ্য অফিস, নীলফামারীর ব্যবস্থাপনায় ডোমার উপজেলা পরিষদ আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী (২৯ ও ৩০ অক্টোবর ) শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে শেষ হয়।র্যালী পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উম্মে ফাতিমা, উপজেলা নির্বাহী অফিসার, ডোমার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আমির হোসেন ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব মোঃ মামুন অর রশিদ। শিশু মেলার প্রথম দিনে কুইজ, চিত্রাঙ্কন এবং ছড়াগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শিশু মেলার দ্বিতীয় দিনে দেশাত্মবোধক গান, জারি গান, একক অভিনয় এবং নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।শিশু মেলায় ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS