দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস, নীলফামারীর আয়োজনে ২০/০২/২০১৯ খ্রি. তারিখে কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ এছরারুল হক, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন বাবুল ও কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান (আনিছ)। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মামুন অর রশিদ, জেলা তথ্য অফিসার, নীলফামারী। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকসহ প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তাগণ দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS