২৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি.
স্থান: জলঢাকা উপজেলার আল হেরা এডুকেয়ার উচ্চ বিদ্যালয় মাঠে।
নীলফামারী জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব জি. আর. সারোয়ার, উপজেলা নির্বাহী অফিসার, জলঢাকা, জনাব, এ,বি,এম সারোয়ার রাব্বি, সহকারী কশিশনার (ভুমি), জলঢাকা, জনাব মোঃ শামছুল আলম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জনাব মোঃ শিহাব উদ্দিন, জেলা নিরাপদ খাদ্য অফিসার, জনাব মোঃ মিজানুর
রহমান, প্রধান শিক্ষক ( মাধ্যমিক শাখা) আল হেরা এডুকেয়ার উচ্চ বিদ্যালয়, জলঢাকা ও জেলা তথ্য অফিসার মোঃ তানজির আহমেদ ।
মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ , বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মুল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।