সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ, সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস, নীলফামারী এর ব্যবস্থাপনায় গত ০৮ নভেম্বর জলঢাকা সরকারি কলেজে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোফাজ্জল হক, অধ্যক্ষ, জলঢাকা সরকারি কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব মোঃ মামুন অর রশিদ। মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার জনাব প্রকাশ চন্দ্র রায়।মহিলা সমাবেশে কলেজের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্রীসহ প্রায় ১৬০ জন অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্ঠানে বক্তাগণ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস