জেলা তথ্য অফিস, নীলফামারীর ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে দুই দিন ব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে শেষ হয়।র্যালী পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাউল হাসান চেীধুরী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শরিফা আখতার।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব মোঃ মামুন অর রশিদ। শিশু মেলার প্রথম দিনে কুইজ, চিত্রাঙ্কন এবং ছড়াগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শিশু মেলার দ্বিতীয় দিনে দেশাত্মবোধক গান, জারি গান, একক অভিনয় এবং নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।শিশু মেলায় ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস