জেলা তথ্য অফিস, নীলফামারীর আয়োজনে ‘‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ’’ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েণ্টেশন কর্মশালা ০৯ জানুয়ারি, ২০১৯ খ্রি. সকাল ১০ টায় ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সম্মানীত অতিথি বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে ফাতিমা, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মেহেফুজ আলী এবং নীলফামারী জেলা তথ্য অফিসার জনাব মোঃ মামুন অর রশিদ। উক্ত কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক - শিক্ষিকা, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ সহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ ও জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস