গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস, নীলফামারী এর ব্যবস্থাপনায় গত ০৫ নভেম্বর শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ সুজাউদ্দৌলা, উপজেলা নির্বাহী অফিসার, জলঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হামিদুল হক, চেয়ারম্যান, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব মোঃ মামুন অর রশিদ। মহিলা সমাবেশে প্রায় ১০০ জন মহিলা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বক্তাগণ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস